Wednesday, February 28, 2007

কলোকুয়াম কী?

উইকিপিডিয়া বলছে কলোকুয়াম হলো এক ধরনের একাডেমিক লেকচার। সেমিনারের চেয়ে বেশি মানুষের উদ্দেশে লেকচারটি দেয়া হয়। লেকচারের বিষয়ে শ্রোতাদের বিশেষজ্ঞ হতে হবে এমন কোনো কথা নেই। কলোকুয়ামে সাধারণত ধারাবাহিক লেকচার দেয়া হয়। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক নাও থাকতে পারে।
শুধু একাডেমিক অঙ্গনেই একটি শব্দের সীমাবদ্ধতা থাকতে পারে না। ফলে সাহিত্য-শিল্প-সংস্কৃতি বিষয়ক আড্ডা-আলোচনাও এখন কলোকুয়াম বলে আখ্যায়িত হয়। হতে পারে। ফলে আমাদের এই ব্লগের নাম কলোকুয়াম। সংক্ষেপে ককু

2 comments:

Rezwan said...

Hi,

Your post title need to be left aligned to display it properly.

Mahbub Morshed said...

rezwan vai,
You were the first and last commenter on this blog. Ha ha ha. Thanks a lot.

 
© free template by Blogspot tutorial